আপনার ব্যবসাকে শতভাগ ডিজিটাল প্লাটফর্ম এর আওতায় নিয়ে আসা। আপনি দেশ অথবা দেশের বাহিরে যেখানেই থাকুন না কেন আপনার ব্যবসার তাৎক্ষনিক আপডেট জানা
আপনি একটি নতুন সংযোগ প্রদানের পরে আপানকে আলাদা করে মাইক্রোটিক এ কোন তথ্য যোগ করতে হবে না। আমাদের সফটওয়্যারটি সরাসরি মাইক্রোটিক প্রয়োজনীয় তথ্য যোগ করে নিবে।
প্রতিটি গ্রাহকে একটি নির্দিষ্ট আইডি দিতে পারবেন ফলে আপনি একজন গ্রাহক এর সংযোগ নেওয়া থেকে তার সকল তথ্য একটি ক্লিক এর মাধ্যমে পেয়ে যাবেন।
একটি নতুন সংযোগ প্রদান করার সাথে সাথে গ্রাহক এর মোবাইল ও ইমেইল এ তার ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দিবে। ফলে ঐ গ্রাহক তার আইডির মাধ্যমে আপনাদের সাপোর্ট এ খুব সহজে যোগাযোগ করতে পারবেন।
আমাদের এই সফটওয়্যারটি থেকে আপনি আপনার ইচ্ছা মত গ্রাহক এর নামের কম্বিনেশন করতে পারবেন,রিয়াল আইপি ও ম্যাক এর তথ্য এখান থেকেই অ্যাড করতে পারবেন।
একটি নতুন সংযোগ এর ক্ষেত্রে যে বিল এর হিসাব হয় তা আপনি স্বয়ংক্রিয় ভাবে সফটওয়্যারে পেয়ে যাবেন এবং তা প্রিন্ট করে গ্রাহক এ বিল এর কপি দিতে পারবেন।
আপনি এখন থেকে বলে দিতে পারবেন নতুন সংযোগ টি কোন বক্স ও কোন পোর্ট এ যাবে।
আপনি চাইলে এখানে একাধিক মাইক্রোটিক অ্যাড করতে পারবেন এবং সংযোগ এর সময় বলে দিতে পারবেন গ্রাহক টি কোন মাইক্রোটিক যাবে।
একটি গ্রাহক এর বাসা/অফিস পরিবর্তন করলে খুব সহজেই আমাদের সফটওয়্যারটি থেকে তা পরিবর্তন করতে পারবেন। সাথে তার ইউজার নেমটি ও পরিবর্তন হয়ে যাবে স্বয়ংক্রিয় ভাবে যদি আপনি সেটিংস্ এ বাড়ির ও রোড তথ্য দিয়ে থাকেন।
একটি গ্রাহক এর বাসা/ অফিস পরিবর্তন করলে খুব সহজেই আমাদের সফটওয়্যারটি থেকে তা পরিবর্তন করতে পারবেন। সাথে তার ইউজার নেমটি ও পরিবর্তন হয়ে যাবে স্বয়ংক্রিয় ভাবে যদি আপনি সেটিংস্ এ বাড়ির ও রোড তথ্য দিয়ে থাকেন।
আপনি সফটওয়্যারটি থেকে স্বয়ংক্রিয় ভাবে প্রতি মাসে বিল জেনারেট করতে পারবেন। অর্থাৎ, আপনার সমস্ত গ্রাহক এর বিল আপনি চাইলে একটি ক্লিক করে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে বিলটি তৈরির সময় ঐ গ্রাহক এর কোন বকেয়া ছিল কিনা, অগ্রিম টাকা প্রদান করা ছিল কি না, অথবা গত ২/৩ মাসের বকেয়া ছিল কি না সব কিছু সফটওয়্যার নিজের মত করে চেক করে বিলটি তৈরি করবে।
বিল সমূহ তৈরি করার সাথে সাথে তা গ্রাহক এর মোবাইল এ পাঠিয়ে দিবে। আপনার প্রতিটি গ্রাহক এর জন্য ইনভয়েস তৈরি হয়। এখান থেকে আপনি ইনভয়েস প্রিন্ট করেও বাড়ি বাড়ি পাঠাতে পারবেন।
বিল সংগ্রহ করার জন্য বিল সীট স্বয়ংক্রিয় ভাবে তৈরি থাকে। আপনি শুধু প্রিন্ট করে আপনার কালেকটর দের দিয়ে দিবেন।
বিল সংগ্রহ আপনি অত্যাধুনিক উপায়ে করতে পারবেন। অর্থাৎ, আপনার কালেকটররা একটি ট্যাব/ মোবাইল এর মাধ্যমে গ্রাহক এর কাস থেকে বিল সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে একটি বিল প্রদান হয়ে গেলে গ্রাহক এর মোবাইল এ সাথে সাথে একটি এসএমএস চলে যাবে।
বিল সংগ্রহ করার জন্য বিল সীট স্বয়ংক্রিয় ভাবে তৈরি থাকে। আপনি শুধু প্রিন্ট করে আপনার কালেকটরদের দিয়ে দিবেন।
আপনি মালিক হিসাবে সাথে সাথে সংগৃহীত বিল এর হিসাব দেখতে পারবেন। সাথে কত টাকা বকেয়া আছে এবং কত টাকা অগ্রিম প্রদান করেছে তাও মনিটর করতে পারবেন।
বকেয়া বিল এর জন্য আপনি এসএমএস পাঠাতে পারবেন।
কোন গ্রাহক ১৫ দিন এর মধ্যে বিল না দিলে স্বয়ংক্রিয় ভাবে তার লাইনটি বন্ধ হয়ে যাবে। আপনি এই তারিখটি আপনার মত করে সেট করতে পারবেন। এসব লাইন কে ডিফল্টটার হিসাবে চিহ্নিত করা হয়।
আপনি প্রতিদিন এর সব ধরনের বিলের হিসাব পেয়ে যাবেন একটি প্যানেল থেকে। আপনার হোম ইউজার, কর্পোরেট ইউজার ও রিসেলার ইউজার এর জন্য কত টাকা সংগ্রহ হয়েছে, কত টাকা বকেয়া আছে ও কত টাকা অগ্রিম এসেছে টার হিসাব সহজেই পেয়ে যাবেন।
আপনার মোট কত গুলো বক্স আছে, কোন বক্স এ কত পোর্ট খালি আছে, কত মিটার ক্যাবল লেগেছে তার সমুদয় হিসাব এখান থেকে দেখতে পারবেন।
আপনি রেডিয়াস এর প্রায় সকল কাজ এখান থেকে করতে পারবেন।
আপনি মালিক হিসাবে সাথে সাথে সংগৃহীত বিল এর হিসাব দেখতে পারবেন। সাথে কত টাকা বকেয়া আছে এবং কত টাকা অগ্রিম প্রদান করেছে তাও মনিটর করতে পারবেন।
আপনার মত করে আপনি প্রতিটি প্যাকেজ এর জন্য রিয়াল আইপি তৈরি করতে পারবেন।
আপনার ষ্টোর এর মালামাল সমূহের সব ধরনের হিসাব এখান থেকে করতে পারবেন। অর্থাৎ প্রোডাক্ট ক্রয়, বিক্রয়, মজুদ সব কিছুই আপনি দেখতে/করতে পারবেন।
আপনার অফিস এর কর্মকর্তা, কর্মচারী সকলের তথ্য,তাঁদের উপস্থিতি,অনুপস্থিতি, ছুটি,বন্ধের দিন এর সঠিক হিসাব করতে পারবেন।
কোন গ্রাহক লাইন না চালাইতে চাইলে খুব সহজে তার সংযোগ টি বিছিন্ন করতে পারবেন। সেক্ষেত্রে মাইক্রোটিক থেকে তথ্যটি মুছে যাবে যদি সেটি পার্মানেন্ট হয় ডিসয়াবল হয়ে যাবে যদি স্বল্প সময় এর জন্য বিছিন্ন করেন।
কোন বিছিন্ন সংযোগ নতুন করে চালু করতে পারবেন খুব সহজেই। সেক্ষেত্রে গ্রাহক এর আইডি অথবা নাম অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে তার সকল তথ্য সহ তার যে নতুন বিল সেটিও চলে আসবে।